মাথার চুলে পাক ধরেছে, গোফ হয়েছে সাদা
যতই তেলে ভিজিয়ে রাখিস, মানবে না আর বাধা।
রঙ মাখিয়ে মাথাটা তোর যতই করিস কালো
গোড়ার দিকটা বলবে আবার সাদা হওয়াই ভালো।

চুল আর গোফের মতই বরং মন করে নে সাদা
দেখবি তখন সাদা চুলেও নেই কিছুতেই বাধা।
দুধ দইটা চুরি করেও চাইলে খেতে মন
গোফ দেখে তোর চোর বলে আর ধরবে রে কোনজন?

চিনির গুড়ো গোফের সাথে থাকেও যদি লেগে
রক্তে চিনি বেড়ে গেছে, বলবে না বউ রেগে।
বালিশ ফাটা তুলোর রঙ আর চুলের রঙে মিলে
ভাববে না কেউ ভর দুপুরে কার ঘরে ঘুম দিলে।

বউয়ের মনও সাদাই রবে, করবে না সন্দেহ
সাদা চুলে প্রেমের নজর দেয় কী আবার কেহ?
একটু চাওয়া, একটু ছোঁয়া ভাববে না কেউ দোষের
হবে নাকো শিকার তুমি সুন্দরীদের রোষের।

বাসে ট্রেনে বসতে পাবে ভাগ্য হ'লে ভালো
বোকা যারা ওসব সাদা তারাই করে  কালো।
বলবে যা, তা ভাববে সবাই গোফ পাকানো জ্ঞান
ঢুললে ঘুমে ভাববে সবাই করছো জ্ঞানের ধ্যান।

পয়সা খরচ করে গোফে দিস নারে আর কালি
সাদার মাঝে টাক গজালে, পরিস না আর তালি।
বিধির সাধে বানায় যা সে, করলে তারে রোধ
জোয়ান যারা ঠাট্টা কথায় ঠিকই নেবে শোধ।

বয়সটা তোর দেহ-মনে আসল রঙই লাগায়
তোর রঙ যে তোর ভেতরের আসল মানুষ ভাগায়।
সাদা রঙেই শেষ সম্মান, এই জগতের রীতি
আস্তে আস্তে সাদা রঙে তাই বাড়া রে প্রীতি।
-------------------------------------

## কবিতাটিতে হাস্য-রসাত্মকভাবে কিছু কাল্পনিক কথা বলা হয়েছে।
আশা করি কোন পুরুষ বা রমনী অসম্মানজনকভাবে নেবেন না,
বা কবিতাতে বর্ণিত কোন কাজ করবেন না।