এমনি করে আমায় তুমি আর কতদিন রাখবে দূরে
শুনবে না যে কী গান বাজে কণ্ঠে আমার করুণ সুরে।
দিনের শেষে ঘনায় যখন রাত্রি নিঝুম
সবার দুটি নয়ন ভরে নামে যে ঘুম
শূন্য আমার নয়নদুটি তোমায় খুঁজে বেড়ায় ঘুরে।
আকাশ কেঁদে বৃষ্টি ঝরায় বাতাসে তার সাড়া মেলে
গাছের পাতার মর্মরে তাই মূর্চ্ছনা দেয় বেহাগ ঢেলে।
মনের মেঘে যখন আমার দৃষ্টিতে
শাওন ঘনায় অঝোর ধারার বৃষ্টিতে
তোমার মনের সাড়া খুঁজে হৃদয় আমার যায় যে পুড়ে।
যতই দূরে সরাও আমায় অনাদরে
রইব বসে তোমার হাঁটা পথের 'পরে
হাঁটবে যখন চরণ ছাপের রঙ নেবো এই হৃদয়-পুরে।