আর কত অশ্রু দিলে তবে, দুই মুঠো অন্ন পাবে শিশু
ক্রুশবিদ্ধ হওয়ার পূর্বরাত্রে, শেষ ভোজ খেতে পাবে যীশু?
আর কত মানুষ ডুবে সাগরের জলে, হলে শবদেহ
উদ্ধারের বিশাল নৌকা নির্মাতা, এ যুগের নূহ হবে কেহ?
আর কত উদ্ধত হলে অত্যাচারীর দুর্বিনীত শির
পাহাড়ের চূড়া ডুবে পাবে নূহ-পুত্র জলে মৃত্যু-নীড়?
আর কত অনাদায়ী যাকাত জমা হলে কারুণের হাতে
বিদীর্ণ ভুমির গ্রাস হয়ে মিশে যাবে বালুকার সাথে?
আর কত সম্পদ-শক্তির দম্ভে বেহেস্ত বানালে সাদ্দাদ
প্রবেশের প্রাক্কালে বজ্রনিনাদ করে দেবে সব বরবাদ?
বিকৃত যৌনাচারে প্রকাশ্যে লিপ্ত হলে আর কত জাতি
লূতের কউমের মত ধ্বংস হয়ে যাবে রাতারাতি?
আর কত নমরূদের আগুনের বিভীষিকা কেড়ে নিলে প্রাণ
আল্লাহর আদেশ হবে, “হে আগুন! হয়ে যাও ফুলের বাগান?”
আর কত মূসা পিতৃপুরুষের বাসভুমি হতে বিতাড়িত হলে
ফেরাউনের বংশধর হবে চিরবিনাশ ডুবে নীল জলে?
আর কত রক্ত দিলে তবে, বলবে, “হয়েছে অনেক
আর নয় মানুষের বলিদান, হোক মানুষের অভিষেক?”
মানুষের কণ্ঠে যদি আজ নাই হয় ধ্বনিত এ স্লোগান
ওহে প্রভু! শয়তান দমনে তুমি আজ হও আগুয়ান।
মানুষের মাঝে তুমি করো এক মানুষ নির্বাচন
যার হাতে মানুষের জয় হবে, আর হবে শয়তান দমন।