জোত্স্নার রাতে কেন চাঁদ ঢাকে মেঘে
বিকেলের শেষ আলো কেন নেভে বেগে?
কারো তরে সুখ কেন এত দুর্মূল্য
কিনতে তা অশ্রু লাগে সাগরের তুল্য
রাতের অধিক সময় কারো কাটে কেন জেগে?
কারো কারো আঙিনায় সুখ কেন খেলে না
কারো কারো প্রশ্নের উত্তর কেন মেলে না?
কেউ কেউ ছুঁয়ে দিলে হীরে
হয়ে যায় কয়লা তা ধীরে
এমন কেন হয় শুধালে, বিধাতাও যায় নাকি রেগে।