আমরা সবাই রাজার লোক
রাজার ভালো চাই যে আমরা
দেশের তাতে যা হয় হোক
আমরা সবাই রাজার লোক।
রাজার নামে কুত্সা হেঁকে
কোথায় কে কী বলে, লেখে
আমরা যে তা শুনি, দেখি
আমরা রাজার কান ও চোখ
আমরা সবাই রাজার লোক।
হোক না যে চায় দেশদ্রোহী
আমরা তা যাই নিত্য সহি
কেউ যদি হয় রাজদ্রোহী
তার, চোদ্দ গোষ্ঠি করবে শোক
আমরা সবাই রাজার লোক।
বললে রাজা, দিনও যে রাত
নোংরা বিষ্ঠাও পোলাও ভাত।
মগজটাকে চুনায় ধুয়ে
আমরা তাতেই মারি ঠোক
আমরা সবাই রাজার লোক।
আমরা উড়াই রাজার কেতন
নাই বা পেলাম ভাতা-বেতন।
দেশ ও প্রজার যা কিছু ধন
আমরা যে তা চুষার জোঁক
আমরা সবাই রাজার লোক।
মূর্খ তোরা, হে বিদ্যান!
রাজার জ্ঞানই মহাজ্ঞান।
বুদ্ধিতে দে শুদ্ধি ধোঁয়া
রাজার সাথে গাঞ্জা ফোক
হ রে সবাই রাজার লোক।