আমি আজ কবি নই
আমার কলমে ঝরে না কবিতার ছন্দ -
নির্লাজ সভ্যতার বুকে কামানের গুলি বৈ।
আমি শেষ বিকেলের পথিক
মৃত্যুর শুভ্র কাফনে ঢাকা সত্যের সৈনিক।
স্বার্থবাদী পৃথিবীর বুকে ছুঁড়ে যাবো শেষ গুলি
জিহাদের ঘোষক আমি, নই কবিতার বুলবুলি।
অসহায় মানবতা আজ ভারাক্রান্ত
তাই ছুঁড়ি গুলি শকুনির দৃষ্টিতে, নই সুরেলা কবিতায় ভ্রান্ত।
কৈশোর, শৈশব, যৌবন হারিয়েছি সময়ের চোরাবালিতে
বাকি সময়টুকু ধরেছি বাজি বিদ্রোহের আগুন জ্বালিতে
অট্টহাসির নিনাদে, নয় মহাকাব্যের অনুরাগে।
হিংস্র পশুর নখের আঘাতে অন্তিম নিদ্রার আগে
আমি জ্বালাবো, আমি পুড়াবো
আমি অমানিশার আঁধারে জ্বলে
আমি জাগাইবো সৈনিকে চেতনার এটম বোমায়
জাগো হে সেনাপতি বলে।
আমি আজ কবি নই
আমি মিথ্যার স্বর্গে নরকের আগুন জ্বেলে
বলি মাভৈঃ মাভৈঃ
আজ আমি সৈনিক, কবি নই।