আমার আত্মা, মন আর দেহ
থাকতে চায় না কারো সাথেই কেহ
তাই যে এখন সদাই ভেবে মরি
আমি কারে ছেড়ে কার সাথে ঘর করি?
এখন আমার মনটা যখন যা চায়
চায় না দেহ যোগ দিতে সে নাচায়
হাজার ডাকেও দেয় না সে তাই পাত্তা
তাই নিয়ে রোজ ঘ্যান ঘ্যানানী
কানের কাছে প্যান প্যানানী
কান্না যে আর থামায় নাকো আত্মা।
তাই তো আছি বিষম জ্বালায়
এদের ছেড়ে কোথায় পালাই
নাকি শেষে পরব গলায় তিন পাগলের দড়ি?
আমি কারে ছেড়ে কার সাথে ঘর করি?
মনকে বলি, তোর চাওয়াটা থামা
মগডালের ঐ চোখদুটোকে নামা
শুনেই অমনি যায় চলে সে গোস্বা
দেহটাকে বলি, এবার ওঠ দেখি রে কুঁড়ে
দুপা ফেলার শুনলে কথা ঘুম কেন চোখ জুড়ে
আর কতদিন থাকবি এমন অকর্মা এক পোষ্যা?
আত্মাকে কই, নাই কি রে ঘুম
সদাই তোর এই বিচারের ধুম?
দেখ না কত অপূর্ণতা রয় এ জগত ভরি!
আমি কারে ছেড়ে কার সাথে ঘর করি?
আমার কথায় নেই কারো কান
যে যার দিকে দেয় শুধু টান
মাঝখানে যায় আমার এ প্রাণ
যেন কারোর যায় আসে না যদিও আমি মরি
আমি কারে ছেড়ে কার সাথে ঘর করি?