ঠিক হলো না কর্ম আমার,
আমি কার করি বিচার?
মাপের নিক্তিতে যে দেখি শুধুই
আমার পাপের ভার
আমি কার করি বিচার?
আমার ধর্মে-কর্মে সদাই দুর্মতি
আমি কারে বলি অসত-অসতী
আমি মরলে হবে কী যে গতি
আমার হিসাব নেই কো তার
আমি কার করি বিচার?
চক্ষু মেলে তাকিয়ে দেখি,
এই জগত সীমাহীন
তার মাঝেতে ক্ষুদ্র আমি
দীনের অতি দীন।
তার স্রষ্টা যে, সে মহান বিপুল
(তবুও) ধরবে আমার ক্ষুদ্রাতি ভুল
(আমি) তাই ভেবে রই সদাই ব্যাকুল
পরের কথা ভাববো কী আর
আমি কার করি বিচার?
(আমি) শুনেছি সে অসীম দয়াল মাঝি
কড়ি বিনেও পারে নিতে হয় কখনো রাজি
সেই জানাটাই ভরসা আমার আজি,
আমি ভাববো কখন নেই পুণ্য কার
আমি কার করি বিচার?