আমি যে এক উড়নচণ্ডী,
সুখের ঘরটা বাঁধতে জানি না
ক্ষুধাতে প্রাণ ওষ্ঠাগত,
মুখের খাবার রাঁধতে জানি না।
মনটা যে নয় মনের মত
ভজন-সাধন করি যত
যায় যে বৃথা অবিরত
বুকের মানিক সাধতে জানি না।
কাঁদতে জানলে চোখের জলে
বুকের ভেজা গানের সুরে
ডেকে নিতাম মনের মাঝে
আপন যে জন থাকে দূরে।
তার প্রেমে মন রয় না ঘরে
তাই উড়নচণ্ডী পথের 'পরে
জমলে ব্যথা এ অন্তরে
দুখের কান্না কাঁদতে জানি না।