বলের গায়ে ব্যাটের ঘা
যেখানে খুশি সেখানে যা।
তাতেই টাকা, তাতেই বাড়ি
নতুন মডেল, দামী গাড়ী।
তাতেই আমি দেশের বল
হাতি-ঘোড়া গেল তল।
যাদের টাকা তাদের দিয়ে
দেশের মনোনয়ন নিয়ে
এখন পরি টাই ও কোট
আমায় সবাই দিও ভোট।
এবার আমি জিতলে ভোটে
জনগনকে বল ও ব্যাটে
করব ক্রিকেট-দীক্ষিত
কে চায় বলো শিক্ষিত?