তোমরা যে যা-ই বলো আমায়
যায় আসে না কিছুতে
থাকবো আমি রাখলে আমায়
সকল জনের পিছুতে।
তোমরা নাহয় বসো সবাই উচ্চে
রাখলে নাহয় রেখো নিচে তুচ্ছে
হাসি মুখেই বসবো আমি
সবার চেয়ে নিচুতে
আমার যায় আসে না কিছুতে।
আমার যা গান গেয়ে যাবো
আমার মনের সুরেতে
ভাববো না কে অবহেলায়
রইল বসে দূরেতে।
আসবে যারা নগন্য কেউ
তাতেই খুশীর উঠবে যে ঢেউ
ব্যস্ত রবো তাদের তরেই
গানের আসন বিছুতে
আমার যায় আসে না কিছুতে।
আমায় যদি না ডাকে কেউ
তত্ত্ব-জ্ঞানের আসরে
নিজের সাথেই খেলবো নিজে
আপন মনের বাসরে।
সাজাবো এক মিলনমেলা
চলবে সেথায় রঙের খেলা
অগোচরে আপন-ভোলা
বৃদ্ধ এবং শিশুতে
আমার যায় আসে না কিছুতে।