জেলার নামটি নদিয়া
বর্ণনা দিই কি দিয়া?
মেহেরপুরের পশ্চিমে
বিরাট মাঠের অন্তিমে
সেইখানে এক থানা
তেহট্ট নামেই জানা
খড়ুই নদীর পাশে।
সবুজ গাছ আর ঘাসে
মাঠটি ছিল ভরা
দৃশ্য মনোহরা।
মাঠের ডানে নদীর বায়ে
কয়েক মাইল হাটলে পায়ে
বাকা এক পথ সরু
তার পাশেই চরত গরু
ডানে বসতো হাট
বায়ে ঈদগা'র মাঠ
সামনে গোরস্থান
তার একটু বা'য়ে যান।
ছিল একটি মন্দির
প্রতীক ছিল সন্ধির -
মসজিদও একখানা
সেটায় নিতো আমায় নানা।
আমার ছোট বেলায়,
পুজোর মাঠের মেলায়
খাবার, শাড়ীর গন্ধে
হারাতাম আনন্দে।
পশিম বাংলার বন্ধুগন
হঠাৎ কারো চাইলে মন
আসুন একদিন ঘুরে
তেহট্টের ‘খাসপুরে’
আমার নানীর বাড়ি,
নইলে রইলো আড়ি!