১।
করুণার মধ্যখানে ধর্ম বসে রয়
অকরুণ সব কর্মেই অধর্মের ভয়।
২।
নিজের ভালোর জন্যে যা কিছুই ভাবি
অন্যের জন্যে তাই-ই করুণা করে দাবি।
৩।
সেই তো করুণা যখন তা দেবে তুমি অন্যে
যে করেনি একটুও ভালো তোমার জন্যে।
৪।
এ পৃথিবীর বুকে যতই করুণা ছড়াবে
স্বর্গ তোমাকে ততই করুণায় জড়াবে।
৫।
বাহুবলে বলীয়ান যে, সে নয় শক্তিমান
রাগে আত্মনিয়ন্ত্রন অসীম শক্তির সমান।
৬।
সবকিছুর ভরসা রাখো স্রষ্টার হাতে
নিজ ঘোড়া তবু বাঁধো খুঁটির সাথে।
৭।
সবচেয়ে বড় জিহাদ নিজ আত্মার সাথে;
আত্মসমর্পণ নয় আত্ম-শয়তানের হাতে।
৮।
জল দাও তৃষ্ণার্তে, খাদ্য ক্ষুধার্তে
তোমার দর্শন আনন্দ দিক আর্তে।
৯।
বন্দীকে মুক্ত করো মুক্ত হৃদয়ে
স্রষ্টার ক্ষমা কম যে কোন নির্দয়ে।
১০।
অশিষ্টের বুকে যদি বাসা বাঁধে বিনয়
পৃথিবীতে মূল্যবান সেই কি নয়?
অশিষ্ট ভেঙে ভেঙে যা-ই করে নষ্ট
সাজায় তা শিষ্টজন যত হোক কষ্ট।
১১।
যদি হয় কারো আত্মা অন্ত:সার শূন্য
কত ধনী করে তারে সম্পদ বা পুণ্য?
১২।
বিপদে ধৈর্যশীল, বুকে যার ক্ষমা
উত্তম সাফল্য থাকে তার জমা।
১৩।
জীবনের পথে হতে সার্থক পথিক
প্রতিপদে ভাবা চায় ঠিক না বেঠিক।
১৪।
জগত যতই দেখুক করুণার ধারা
স্ত্রী-ই চেনে তোমার সঠিক চেহারা।
১৫।
কে না চায় সন্তানকে পৃথীবির সবকিছু দিতে?
শেষ্ঠ দেওয়া শিক্ষা, যা লাগে সত্যিকার হিতে।
--------------------------------------
*ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সঃ)- এর ১৫টি হাদীছের (বাণী) আলোকে