নবী-পত্নী, মুসলিম-মাতা,
আয়েশা করিলে দান
সুগন্ধিতে সুরভিত আগে
করিত মুদ্রা খান।
অতপর অতি সযতনে দিত
দরিদ্র-জনের হাতে
অতীব শ্রদ্ধা, সুবচন, আর
ভক্তি ও বিনয় সাথে।
একদিন এক গ্রহীতা শুধায়,
করুণাময়ী, মা-জননী
মুদ্রায় কেন সুগন্ধি লাগাও
দান করো তা যখনি?
আয়েশা বলে, শুনিয়াছি আমি
প্রিয় নবীজির বদনে
দান করিবার পূর্বে তুমি
সদাই ভাবিও যতনে
হাতটি স্বয়ং আল্লাহ বাড়ায়
যেই হাতে রাখো দান।
আল্লাহর হাতে কেমনে রাখি তা
যাতে নাই সু-ঘ্রান?
রচনা: ২৯ আগস্ট, ২০১৬