আমায় যদি দুঃখ দেবে
শক্তি দিও সহিবার
বইতে দিলে বোঝা আমায়
শক্ত করো বহিবার।
কাড়ো যদি মুখের কথা
চেয়ে আমার নীরবতা
হৃদয় মাঝে ভাষা দিও
তোমার কথা কহিবার।
সকল কিছু কেড়ে নিয়ে
করোই যদি বঞ্চিত
না হয় যেন বুকের মাঝে
একটু ক্ষোভও সঞ্চিত।
দিলেও তুমি কঠোর অভাব
দিও না হাত পাতা স্বভাব
ধৈর্য দিও তোমার দানের
আশায় বসে রহিবার।
দহন দিলেও হতাশার
সহন দিও শতাশার
শিক্ষা দিও ক্ষুধার দহন
আপন মনে দহিবার।