তুমি কেমন আজব প্রেমিক
ভাবি শুধু তাই
তুমি সারাক্ষণই দূরে থাকো
ক্ষণিক কাছে পাই।
যে জন কাছে যায় না তোমার
করে অবহেলা
তারেই যেন কাছে পেতে
তোমার সকল খেলা।
যে জন তোমায় আপন করে
চায় পেতে তার ঘরে
তার ঘরই যে ভাঙো তুমি
সর্বনাশা ঝড়ে।
আমি বিষম ভ্রমে মরি ঘুরে
তোমার এমন খেলায়।
যতই তুমি ভাঙো নিঠুর
আমার খেলাঘর
বারে বারেই সাজিয়ে যাবো
তীরে বালুর 'পর।
আমার বালুর ভাঙা ঘরে
নাইবা এলো কেউ
ভাঙতে তুমি আসবে হয়ে
ঝড় অথবা ঢেউ।
সেই আসাতেই তোমার হবে
আমার ঘরে ঠাঁই।