শোনো, শোনো, বলছি আবার
আছে সে এক আজব খাবার।
এখন যারা খাচ্ছে সেটা
তাদের সময় যাচ্ছে পেটা।
যত খাও তা, পেট ভরে না
আরও খাওয়ার লোভ মরে না।
বেশী খেলেও মেদ বাড়ে না
বন্ধু, স্বজন কাছ ছাড়ে না ।
খেলে পকেট হয়না ফাঁকা
যত খাবে বাড়বে টাকা।
চারিদিকে ছুটবে নাম
বিয়ের হাটে বাড়বে দাম।
এ'তে দামী গাড়ী হয়
রাজার মত বাড়ী হয়।
বৌয়ের শাড়ী গয়না হয়
গরীব হওয়ার রয়না ভয়।
পোশাকের জৌলুস বাড়ে
শরীরে সৌরভ ছাড়ে।
গলায় সোনার লকেট উঠে
হাতে সোনার ঘড়ি ফুটে।
থাকেনা চিন্তা মোটে
জমি কেনার সাধ্য জোটে
ছেলে মেয়ে স্কুলে যায়
ভালো স্কুল, ড্রাইভার পায়।
জীবনে আর বা কি চাই
এ খাবার ছাড়বে হেলায়?
না যদি খাও, আস্ত বোকা
খাবে তোমায় উইয়ের পোকা।
যতসব নিন্দুকেরা
করে বিচার বিন্দু-চেরা।
বলেন ওটা খাওয়া খারাপ
খেলে নাকি হয় মহাপাপ।
আসলে পান না ওরা
তাই বলেন, খান না ওরা।
আছে তো নিয়ম আঁটা
কৃষক, শ্রমিক, মজুর খাটা
সারা জীবন দিয়েই যাবে,
বুদ্ধ ওরা, কেন খাবে?
কি বললে, ওটা খাদ্য নয়?
সবাই খেতে বাধ্য নয়?
কারো খেতে বাধাও নাই
যদি, সরকারী পদ একটা পায়।
বলছ তুমি, ওটা খাবে না
না খাওয়ালে, পদ পাবে না।
ভয় কি? কর সঠিক দল
বেশী খাওয়ার পাবে বল।
মুখে তোমার অরুচি-পীড়া?
দেখছি তুমি আজব চিড়া।
হাত, পকেট আর ড্রয়ার খানা
খুলতে তোমার কিই বা মানা?
ওরাই খাবে গরুর মত
তোমার মুখে করবে ধর্ম-ব্রত।
ভয় নেই, এটা 'ঘুষি' ও নয়
'ই' কারটা ছাড়লে কি হয়!
১৯ মার্চ, ২০১৬