আলো ঝলমল দিনে - যাত্রার আয়োজন
সুনিপুণভাবে সময়েই সব করিয়াছো সমাপন।
বসিয়া দ্বারে বাহিরে জগৎ দেখিছ নয়ন খুলি
পথ যে দেখাবে ভিতরে ঘুমায়, সবকিছু তার ভুলি।
সমস্ত দিন ব্যস্ত জগৎ চলিছে আপন বেগে
ভাবিছ সাথী পথ দেখা'বেই উঠিবে যখন জেগে।
ক্ষণিক পরে ডুবিবে সূর্য আসিবে আঁধার নেমে
তোমার ঘুমের সময় তখন - যাত্রা যে যাবে থেমে।
তার আগে দ্বারে কড়া নাড়ো জোরে, জাগাও তীব্র আঘাতে
নিদ্রামগ্ন অন্দরে সে, নিতে হবে তারে সাথে।
ঘুম কাতুরে বন্ধু তোমার, গন্তব্য তারই জানা
আঘাতে যদি ঘুম না ভাঙাও হারাবে পথের ঠিকানা।