মরণটাকে বরণ করি যেন সেটা কিছুই নয়
এঘর থেকে ওঘর যেতে মিথ্যে এত কিসের ভয়?
আজ যা যেমন কাল কি হবে সবকিছু তা অন্য রকম
জগত ভরে যা আছে আজ কাল কি হবে তার কিছু কম?
জগত ভরা যত কথায় আর মানুষের যত নামে
কারো মরণ হলে কি তার কোন কিছুই একটু থামে?
যে মরে তার নাম রয়ে যায় হাজার গাঁয়ে হাজার জনে
সুখ, আশা আর ভালোবাসা সেই নামই দেয় হাজার মনে।
মরণ নামের ওই ঘরে আজ আমি একা যাচ্ছি বলে
সুখ, আনন্দ, হাসি ভুলে ভাসবে কেন চোখের জলে?
যেমন ভালোবাসতে আমায় নিয়ে আমায় বুকের মাঝে
তেমনি বেসো, তেমনি হেসো, তেমনি খেলো সকাল-সাঁঝে।
তেমনি ডেকো নামটি আমার সহজ করে আগের মত
আমার নামে প্রভুর কাছে প্রার্থনাতে থেকো রত।
ভাববে কেন মৃত্যু মানেই জীবন পথের সবটাই শেষ
জীবন্ত এই পৃথিবীতে জীবনধারা চলবেই বেশ।
কোনদিনই হারায় না তা, জীবনধারার বইছে যে ঢেউ
মরণ নামের ছাউনিতে নেয় ক্ষণিক বিরাম আসে যে কেউ।
কদিন চোখের আড়াল হলেই আপন কি আর যায় হারিয়ে?
পথের বাঁকে এলেই পাবে আমায় কাছে হাত বাড়িয়ে।
তুমিও যখন আসবে তখন দেখবে আমি ঠিকই আছি
বিদায় ভেবে কান্না কিসের? তখন হবই কাছাকাছি।