ধারণায় দৈত্য,
কথায় কথায় হাতের নৃত্য;
উপভোগ বা অবোধ নেত্রে নরকের ভৃত্য!
ভাষায় মিথ,
কেঁপে যায় শীত, নড়ে যায় ভীত;
সাজের 'সিন ডে' সারিতে, নতুনের ভঙ্গিতে রণসঙ্গীত।
ঐতিহ্য ওরসের চুমকি, দেখ না এবার ভেলকি!
পাঠাবো তোরে পালকি,
ভরবি যদি শানকি, এঁকে আনিস উল্কি।
২১শে জানুয়ারি ২০২৫
নোট: সিন ডে (চীনা ভাষা), অর্থ 'নতুন'।