ঝিক ঝিক ঝিক
হুইসেল রেল
ঝিক ঝিক রেল
বীর শ্রেষ্ঠ
নূর মোহাম্মদের দেশে
সংগ্রামী কৃষক
এস এম সুলতানের
নড়াইল এক্সপ্রেস মাশরাফির দেশে
ঝিক ঝিক ঝিক
বক চিল দোয়েল শালিক
ধান কলই সরষে তিল
কি বিপুল
ঝিক ঝিক রেল চলে ঝিক...
স্টেশন কমলাপুর
ভাংগা জংশন
উত্তরে ফরিদপুর, তিনদিক ফাংশন
কলকাতা কতদূর?
পেঁয়াজের ঝাঁঝ
গোপালগঞ্জ পার
মধুমতী লোহাগড়া
চৈত-সংক্রান্তি রথের মেলা
তেভাগার নড়াইল
নতুন বন্টন আইন
পদ্মাবিলা জংশন রেখে
রূপদিয়া-যশোর-বেনাপোল হয়ে
এশিয়ান ট্রান্সরেলে
যাত্রা ঝিক ঝিক
শুভ হউক।
নড়াইল, ২৮ শে মার্চ ২০২০
প্রেক্ষাপট: প্রায় সমাপ্ত পদ্মাসেতু সংযোগ রেলপথ; আগামী জুন ২০২৪ এ উদ্বোধনের সম্ভাবনা।