তিথির ঘোরে কপাল জোরে
ভরা কোটালে আসে জোয়ারে
আঁধারের রাত হতে পারে এক জ্বলজ্বলা পূর্ণিমা।

মেঘে ঢেকে তারে চল্লিশ চোরে;
রাতের সলক দেখে না বালক।

এই না দেখে সূয্যিমামা,
ওদিকে টানে ভিটে-ছাড়ি দেশি কোটারি চন্দ্র রমা
আড়ে বেড়ে টানছে মোরে-
দু'দিক শানে।

তাইতো জোয়ার ভেস্তে গেলো মরা কোটালে।

১৩ই আগস্ট ২০২৩