চাল ফোলালে মুড়ি
চিবোতে চিবোতে বোশেখ হাওয়ায় উড়োই রঙিন ঘুড়ি
আরো চিবোলে,
তোমায় ভালো   বাসতে পারি ছুঁড়ি।

কাট-কাট, কে এগুলে!   সূতো গেছে ছিঁড়ি;
তাইতো আমি সেই ভিখিরি
কালে কালে   হরেক দ্বারে ঘুরি!

৩রা মে ২০২৩