হাটের চালাঘরে ধুঁয়া ছাড়ে চায়ের দোকানী।
শীতে বরিষণ, গায়ে কাঁপুনি ;
নেইনি কেউ ছাতা, ভিজে জবুথবু।
চাষিরা ফেলেছে রবিশস্যের দানা,
মাঠ ভিজে কাবু।
শীতের উপর শীত; বেরসিক জীবনের গীত।
মধুমতীর পানি পেয়ে
জেলেরা জাল টানে।
ফেরীঘাট পানি পেয়ে, অবাধে যান টানে।
দুহাত আকাশে তুলে,
চাই পানা।
গুনে চলি জলের দানা, চারিদিকে ভিজে জবুথবু।।
নড়াইল, ৫ই ডিসেম্বর ২০২১