একটা ফোন বা বার্তায়-
বন্ধুর ভালবাসার কন্ঠ-
বারিধারার প্রশান্তিতে
বুক ভরা ফুলের গন্ধে বেহেশতে বেড়াতে বেড়াতে
সুন্দরতম অবকাশ শেষে
সুরেলা পাখির ডাকে ভোরের স্বপ্ন দেখায়।।

ঢাকা, ৩রা অক্টোবর ২০২০