জীবন আসরে জলজ কচুরিপানা,
নেচে গায় কোরাসে লাস্যময়-
একজোট পেটফোলা ফুলো ফুলো
বাতাসি পত্র-বাকলের কলাগাছ
ভেসে থাকা ফোঁড়ে গাঁথা ভেলা একতার ধড়-
বাঁচায় প্রাণ, বাঁচতে শিখে বানভাসি
কুদরতি জোয়ারে ডুববে কেন আশা!
ভালোবাসার উপকূলে ভাসানো যদি যায়
গাদাগাদি একগাদা চারাগাছ,
শেকড় ছেড়ে ভাসা,
ধাপচাষে অঙ্কুরিত সবুজে এগিয়ে চলে চাষা...
হেমন্তের রোদেলা দুপুরে একালের বাংলায় এসে
আবারও হয়তো চিতকারে ভেসে
আর্কিমিডিস বলতো হেসে, জীবনের ইউরেকা!
২৫শে নভেম্বর ২০২৪
প্রেক্ষাপট: বরিশালের জলাবদ্ধ এলাকায় প্রায় দুইশত বছর ধরে কচুরিপানা, শ্যাওলা ও দুলালীলতা স্তরে স্তরে সাজিয়ে ভাসমান ধাপে বীজতলা তৈরি করা হয়। কৃষি সংস্কৃতির এ চর্চা, বাংলার একটি বিরল কৃষিজ ঐতিহ্য।