দাবানল বা মানব অনলে ঝলসে মৃতপ্রাণ
বা মাৎস্যন্যায় বড় বড় ছিপ-ছাতা হাতে
শিকারে পটু অমাত্য খানদান,
অথবা আশীর্বাদের বায়ু যারা চান,
বিশ্বের রণভেরী ছেড়ে
অভিষেক ঢোল ও ভেরীর নিনাদে ধাবমান ওয়াশিংটন,
তীর্থের জল পানে;
নতুন রাজাধিরাজ ও অতিথি কেউ পরিচয়ে নন
মানবরূপী ওরাংওটাং

অগণিত পূজারীর স্নান পুণ্যাত্মার ফুলে,
কুম্ভ রাখা আছে নিরাপদে তুলে,
দেবতা ও অসুরের সংঘাত ফলে
পাপ-পূণ্য দখলের মেলা ছড়িয়ে বিশ্বের নানা কূলে;
ছোট ছোট দখল-সংঘাত এখানে সেখানে
রণভেরীর বিকেন্দ্রীকরণে।

১৩ই জানুয়ারি ২০২৫