১.
চব্বিশে উত্তাপ চল্লিশে;
আরও কম তাপে যারা বেঁচে থাকে-
তারাও আসে,
তারাও বসে,
বসে থাকে কাছে বয়সের ভারে।
কিসের খোঁজে?
সন্তাপ না নতুন উনুনের তাপ?
২.
আসুক আমার বিশ্ব;
অবুঝ শিশুরা ভালো শিষ্য, ললিপপ কাঠি হাতে!
মাতৃহারা, ভিটে ছাড়া, বাস্তুহারা ছন্নছাড়া..
চরে চরে ভেসে থাক, চেয়ে থাক, গেয়ে যাক, উজান পেলে চলে যাক...
এবং অথবা, তুমি আমি, তারা আমি-
আসবে কি নব মিলন মেলায়, বাংলার মেলায়,
মিলবো এক হাটে,
যেমন, ঈদজামাতের মোলাকাতে।
৭ই জানুয়ারি ২০২৪