কাবলিওয়ালার ঝুল পকেটে অবাধ বিশ্ব।
অবাধ পন্যে আলিবাবা,
পেছন ডোরে,
সভ্য ঘোরে, খুশির স্বাদে সওদা মিঠা
বয়কট আর স্যাংকশনে
ঠেলাঠেলি চলছে ভালোই ইউক্রেন ও তাইওয়ানে
সভ্য এবার একশানে
হালফ্যাশনে থাকাই চাই , সেকেন্ড হ্যান্ডে সৌরআলো,
পেত্নী চালায় জীবন চাকা বড়ই ভালো,
ধূসর বাজার, পাল্টা-উল্টো-চোরাই সদাই
বড়াই ভালো,
বড়ই ভালো!
"তাই তাই তাই/মামা বাড়ি যাই
..মামি এলো ঝাঁটা নিয়ে /পালাই পালাই"
১৮ই মে ২০২৪