কতকাল আর পালি,
আমার হাড়িতে তোমার চুলো জ্বালি!
পালা করে
কন্যা ফেলানী, সকলের কোলে ঘুরে।
বর্ণহলুদ করেছে খেয়াল; অতি ধূর্ত, মন্ত্রী শিয়াল।
রংএ ছায় সে অংগ
আর রং দেখে যায় বংগ
রং কি এবার আঁধার কালো, আসছে প্রলয় সাগরে!
কোন দিকে পাল, চরে বুঝি আটকায়-
নদী চলে জীবনের হাঁটু জলে।
কি! সাজবে না তুমি, এবার বোশেখে?
কুমোর এনেছে, আঁকবে সখি-
পড়শীর পাঠানো উলটানো মেটে হাড়ি।
১৬ই মার্চ ২০২৩