হে, প্রাচ্যের রাজকন্যা! বিরহে পাগল আমি-
ভালোবাসার ফয়সালা কবে হবে!
এতকাল, দু'প্রাণ চেয়েছি এক, চিপে চিপে-
বিরহের দ্বীপে।

সেথায় ছড়াবো এবার আগুনের উত্তাপ-
এগিয়ে একধাপ।
যদি পতংগ ছুটে উন্মত্ত- আত্মাহুতি হোক একসাথে!
ছুটেছে রণতরী,
ছুটেছি বারবার গোপন অভিসারে-
তোমার তীরে।

বড় আশা ছিলো, করেছি ভালোবাসা রফতানি-
চিপে চিপে ভরেছি আমার তরী।
তোমার বাবা, বড্ড অভিমানী!
করবে কি আমদানি!
সম্মান গেলেও যে আমি গোত্র সর্দার,
মুঠোয় সমুদ্দুর; কে বলে হননকারী!

যেথা বহুমত নেই-  আমি হবো মহামতি।
বুদ্ধরা-বিশ্বাসীরা শোরগোলে পাগল, হয়েছে বোকা।
সেথা আছে চলমান বিশাল শূন্যতা-
আছে কই বিধাতা!
আমি আছি, আমিই বিশ্বপ্রেমিক একা!

আসো, মান ফেলে মন ধরি,
গান করি-
চিপে চিপে আমার ভালোবাসা আবার খালি করি!

ঢাকা, ১৮ই অক্টোবর ২০২১

পটভূমিঃ বর্তমান মানব সভ্যতার প্রাণ- সেমিকন্ডাক্টর বা মাইক্রো চিপস এর উৎপাদন, সামাজিক প্রভাব ও বানিজ্য , সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর সংকট ঘনীভূত হচ্ছে।