টুনটুনি গেয়ে যাক,
জলে থাক, জালে থাক ইলিশের ঝাঁক।
টিনা আমার প্রিয়তমা,
ভালোবাসায় গড়িয়ে পড়িয়ে থাক।
বন্ধু কই ডলফিন, উপরে হাসিতে ভাসতে থাক।
লাভ লাইন,
লং লাইনে টুনার কাটা আটকায় জালে তার;
নতুন জালে, নতুন জেলের সাম্পান সাগরের ওপার।
জল মাপে জরিপে জরিপে
গভীরে গভীরে দুইশত মিটার।
টুনা ধরে কার মাপে, ডানে সালাম,
বায়ে সালাম; খোদার দরবারে সালাম পৌছে যাক।
২৩শে জানুয়ারি ২০২৪
নোট: বঙ্গোপসাগরের অর্থনৈতিক অঞ্চলে গভীর জলে বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত টুনা মাছ আহরণের উদ্যোগ চলছে।