১.
ঘুম ভাঙে না কেন!
রাতের নেড়িগুলো টহলে গায় গান দারুণ আহ্লাদে;
আশ্চর্য, নিশ্চয়ই নাগরিকগণ ও-ই কুম্ভেরই জাত!
স্থল সীমান্ত জুড়ে মনে হয় কানফাটা চিতকার!
নিম্নচাপে স্বেচ্ছাসেবকেরা যেমন
উপকূলে দল ভারী করে হ্যান্ড মাইকের আওয়াজে
বরকতময় পলিতে এখন শীতসব্জীর মেলা,
সাধের লাউ আর ডুগডুগিতে চিরচেনা এ বাংলা;
ঘুম তার ভাঙেনা!
মারফতি, বাউল গানে মশগুল
এ সময়ে ক্ষেপতে সে চায়না।
২.
ঘূর্ণিঝড়ের বদ্বীপে
আবহাওয়ার বার্তা সবসময়ই কঠিন ;
যেমন কঠিন যে জানে,
নাগরিকগণ একযোগে ভাসিয়ে আনে বাউলা গানে-
কখন, কোথায়
যতদূর বাজে মূর্ছনায় সুরের অনুরণন
হে হানাদার, করবে কী স্মরণ;
সকল কুম্ভের ঘুম যদি একসাথে ভাঙে-
প্রেমহীন হুংকার থেমে যায় ভালোবাসার একতায়,
উত্তর-পূর্ব-পশ্চিম সব কুম্ভ এক হয়ে যায়- বিজয়ের মাসে।
৩রা ডিসেম্বর ২০২৪