আমাকে গাইতে বলো না।
আমার তবলার তালে ভাগ্যবানেরা চেতনায় ফিরে
ব্যাথা কমায় হারমোনিয়ামের সুর।
আমার বাদ্যে গান উঠে না!
বেদনাগুলো হারিয়ে যায় শুন্যের সুরে অজস্র ধারায়
প্রতিনিয়ত আর অনবরত
কর্পূরের মতো জানালা দিয়ে; আমাকে গাইতে বলো না!
আমি গায়ক নই।
প্রান বুঝি সময় খুঁজি না।
গান করার তীব্র ইচ্ছা নিয়ে আর পিড়াপিড়ি অনুরোধে
ঝুলিতে নিলাম তোমার স্বাক্ষর!
নড়াইল, ১৬ই অক্টোবর ২০২০