আমার প্রভু সবসময়ই আছেন,
ভালো থাকেন।
উদ্বেগে ভাবাবেগ,
জলকামানে ছোঁড়া ভীষণ বেগে
অথবা যদি সত্যিই কামান লাগে
আমার প্রভুই যাবেন আগেভাগে
আবার, গোলা-কামানে মৃত শিশুদের নিয়ে সবারই বিলাপ-আলাপ-সংলাপ।
তাদের প্রভুরা কেমন আছেন?
এবার, দেখতে চাই-
তোমার প্রভু কেমন আছেন?
১৬ই নভেম্বর ২০২৩