গুরু কয় গরু বাদ;
তুই একটা বোকা, রটনা এখন রচনা,
ঝাঁটা হাতে কর পাঠ-
বেবাক সে ঘুরে ও-ই যে চরে তেলাপোকা।
থাকে কই, চরে কই- তলে তলে।
আরও থাকে মেরু আর মরুতে।
অঞ্চল যেমন কানাডা, চঞ্চল সে আরবে,
গৌরবে ঘুরে চামারের সাথে মধ্য সাগর ওপারে।
মাঝে মাঝে লাফ মারে- ক্যাঙ্গারুর মতন; যখন প্রেমিক মন।
খায় কি- সব খায়।
ডাল খায়, চাল খায়,
মাঝে মাঝে ঝাঁটা খায়- মার ঝাঁটা!
গান গায়, পান খায়,
মাঝ রাতে ফাল পারে, জান নাকি যায় যায়- হাঁক ছাড়ে ব্যাটা!
বিছা কয়- ভিসা খায়, মিছা কয়, মিছা খায়;
ভালোবাসা- ঘর তার আঁধারে গজায় পাকা।
ঝাঁটা খেয়ে রচনা পাঠ, গুরু কয় গরু বাদ।
মনে হয় আমি বা তুমি পাশ দেই পাকা,
সে জনও
বা হাটেমাঠে ঘাটে, জনে জনে, চরে তেলাপোকা।।
শুভ সকাল।
১১ই অক্টোবর ২০২৩