তেজে আছে বসন্ত।
করোনার মুকুট ফেলে, আঙ্গিনায় উড়ে ঘুরে সন্ত।
শুকনো সাজে'তে
সাদা ঘাসফুলে ভিজবে বলে প্রেমগুলো,
অকালে মতলব আঁটে তলে তলে।
যুগ যুগ ধরে
মৌ-প্রজাপতিদের হাটে, বা নন্দন কাননের আম্র মুকুলে
বা মাটির ঢেলার ওপর
ঢেউ খেলে বাতাস মাঠে-
ক্ষেতে রসুন-পেঁয়াজ ঝাঁঝ তুলে।
তলমাটিতে কুয়োয় লুকিয়ে দিব্যি কেউ, চোখ খুলে আছে!
কই গেলি বিলের কই?
শুক্লপক্ষে সবে যেন আজ চোখ মেলেছে।
আলোর ভাগাভাগি যায় বেড়ে-
আমাদের আকাশ বাগানে যেমন স্বাধীনতার সূর্য হাসে।
হাসে বাংলা, রূপসী বাংলা!
যুগ যুগান্তরে হাসবে বাংলা।।
নড়াইল, ৬ই মার্চ ২০২২