এতো ভিলেন! আজ মঞ্চে মানটা দিয়ে খিল-
গানটা ময়ূরের মনটা খোলেনি!
টিকেট কাটা দর্শক আর হাই হিল-
উঠে গেলেন, ফিরে গেলেন।
নায়ক খুঁজতে পেলাম সাথে মধুমতী।
বুকের মাঝে তার
শ্বাস খোঁজে শুশুকের দল।
ভাটার বিপরীতে অভাগার গতি।
মাছ সব আধার তার প্রতিযোগী জালে,
জলের তলে- ক্ষুধা যে জ্বলে।
জল ছেড়ে বুকটান,
বাঁচা-মরার শ্বাস টান।
বেদনার দৃষ্টিপান-
আজই সে বোঝে তেভাগার তল;
আকাশ, জমিন আর জল সে কি সমতল?
১৫ই অক্টোবর ২০২৩