যে পথে অগ্রগতি
সে পথ রক্ত চায় না,
যেমন চায় না গুরু, শিক্ষার নামে ধ্বংস লীলা।

রাজপথ বলে একালে কিছু নেই- আছে জনপথ।
যেমন আছে নদীপথ, জলপথ- সভ্যতারই নানা নালা পথ।

সাজঘরে রাখা আজ-
ডাইনী শকুনির সাজ।
রক্তের লিপ্সায় আর ভাগে চায় বন্দোবস্ত
শয়তান প্রজাতিগুলো- তারুণ্যের কফি নাড়েচাড়ে।
যদি স্বাদে বাড়ে-
অতি উত্তম সে পান।
ফোরাতের পানি-
শকুনি মামার ছন্দে ফের টানাটানি।
বাংলায় শ্রাবন ধারায়- ধারা গেয়ে বাজে কার জয়গান!

২৭শে জুলাই ২০২৩