তন্তুজ (রম্য)

বহুদিন হলো লাইনে দাঁড়িয়ে-
অনেকদিন ফিরেছি পেট চিঁড়িয়ে।

আবার বউ পোলাপান নিয়ে লাইন।
কনুয়ের গুতো, সুঁই-এর আলাদীন,
বা মহাজনের পয়সা ছড়ানো;
কুড়াতে আর ব্যাংক ভরতে ফুটো-
ফেটে গেছে বাঁশ, মরণের হাঁসফাঁস!
এখন আর নেই টান- সুতো যে ছিঁড়ে!
গিঁট কিছু মেরে- স্থবির পড়ে।

তড়িঘড়ি করে সেতু হই পার;
আয়, বর্ষার বান কোমরজল, চল ওপার!
শাকে আর শোকে রইবো পাটক্ষেতে;
তন্তুজ জ্ঞান জয়গানে ফিরবো জাতে!

৩০শে জুন ২০২৩