নদীর আদর্শ মানুষের কোন তন্ত্র;
কোন নবীর ছিলো ঘৃণার পথ-
ভাবতে ভাবতে গাংচিল চিনে ফেলে জলপথ
সেও তো সৃষ্টির শ্বাপদ।
স্ব-মিলের ভেতর খুঁজে খুঁজে অমিল-
ছোঁ মেরে ধরে নেয় জীবনের মিল।
অথবা নদী তার ভাংগনে
আফসোস অংগনে যেথা পায় বাঁধা;
তারও যে আছে কেষ্ট এবং জ্ঞানে সে বাঁধা-
সবার উপরে মানব শ্রেষ্ঠ।

১৫ই আগস্ট ২০২৩