জলাধারে একাকার
হিমালয় তুমি কার?

চুইয়ে যা কিছু জমে বঙ্গোপসাগরে,
অনেক ভাগীদার-
তুমি আমি একাকার...

জমাট বরফ জমাট কংক্রিটে জমা থাক!
উবছে গেলে
নিভবে আগুন সবুজ ফাগুন

দন্ডের চিমনী জ্বেলে
সাগর এখন সবার।

জলদস্যুর লড়াই পটে
জয় যার, বেঙ্গল গোটে- চড়ুইভাতি হবে মজাদার।

তবুও তুমি আমার!

২৯শে ডিসেম্বর ২০২৪

কৃতজ্ঞতা: 'যদি হিমালয়.. সমস্ত জমাট বরফ'; শিল্পী- মান্না দে, সুরকার- নীতা সেন, গীতিকার-গৌরী প্রসন্ন মজুমদার।