অনলাইন আধা-লাইন বে-লাইনে
চলে গেছে কত যে সখ্যের ঘন্টা।
ঘুমের ক্লান্তিতে কান্নাও শেষ,
কখন বাজবে সে ঘন্টা!
কবে শেষ হবে বাড়ির হাজত,
স্কুল মাঠে বেঞ্চের সারিতে কবে
বই ফেলে ছোটাছুটি, রেষারেষি-
আবার স্বপ্নে বাজবে সেই ঘন্টা।
আবারও খিল খিল হাসি,
বলো মা,--
মাথা ছুঁইয়ে বলো মা।।
নড়াইল, ২৪শে আগস্ট ২০২১
পটভূমি: করোনা মহামারির শেষ ধাপ