ফাঁটল দেখতে দেখতে গর্ত দেখা গেছে!
গর্ত পাওয়া গেছে,
তবে এটা সুড়ঙ্গ।
যদি প্রবেশ করে অঙ্গ,
হারিয়ে যাবার ভয় কি আছে সুসঙ্গ?
গর্ত, ফাঁটল যেমনই আছে থাক।
সুড়ঙ্গপথে ফিসফিসানি প্রতিধ্বনি থাক;
বাইরে খোলাই,
ময়দানে চোলাই
অগুণতি চৌরাস্তার মোড়ে
চোখে চোখে রাখি কুসঙ্গ।
শুভ সকাল।
১৪ই জানুয়ারি ২০২৪