ফুল্লশাহ কি শহর না যুদ্ধ নৌযান?
শহর, সে-তো আগে ছিলো সুন্দর-
বসবাসের যোগ্য।
সেকেন্দার রাজাই চিরসত্য- ধ্বংসেই সে মত্ত।
কেউ কেউ তারে ডাকে, 'আয় আয় মামাজান,
বিকল্প দিলের প্রভু তুমি মস্ত।'

বায়ু ফেড়ে, ভূঁই ফুঁড়ে
পানি কেটে পতাকা উঁচিয়ে, দেখে ভিড়ে- সবই সমতট।
স্তুতির সাধুরা অবিশ্রান্ত-
ছিটাবে শুভেচ্ছা-পবিত্র, বগলে নিয়ে জলঘট।
চিতকারে গাহিবে গান-
কৃতার্থ! যথার্থ! যথার্থ হে অবতার, তোমার অবদান!

২০শে এপ্রিল ২০২৩