জমে থাকা সব স্বপ্ন নিয়ে
সব চাওয়া নিয়ে শূন্যতায় চলি।
তুমি ঘুমোলে-
স্বপ্নে কথা বলি হে সৌভাগ্যবতী;
যেথা অভাব নেই, অভিনয় নেই, প্রজাপতি উড়ে।
হে শিল্প-কলার ব্রতী,
আমি সেই আকারেই তোমার আকাশে ফিরি,
যেভাবে চাও সেভাবেই পাবে।
পবিত্র স্নান সেরে দায়গুলো দুয়ারে রেখে ঘুমিয়ে যা-ও,
ছুটি না-ও সময় হতে কিছু;
বসে যে আছি আমি তোমার ঠায় শূন্যের দাওয়ায়...
নড়াইল, ৬ই ডিসেম্বর ২০২১