পাপের ঢাক শূন্য করে
শূন্য মনে পূন্যে ফিরি,

প্রভুর টানে আয় কম্পন,
স্পন্দনে শুনি মৌ ভনভন,

মিলনের প্রতিকম্পনে
আত্ম ধ্যানে হই শুদ্ধ।।

২৫ শে ডিসেম্বর ২০২০

খ্রিষ্টান কবি বন্ধুদের বড়দিনের শুভেচছা।