সোহাগে কলায় জল পেয়ে
প্রাণ পেয়ে বহু হাতে
হাতেনাতে গড়ে ওঠে মাটির পুতুল, প্রতিমা;
অথবা ছেলেখেলায় আমার ছেলেবেলা, যুবাবেলা।
আদর-প্রেম-ভালোবাসায় জীবন সে অনন্যা।
এরপর পরিণয়;
পরিণতিতে শাড়ি-গহনায় সাজার আগে অগ্নিপরীক্ষা।
একই নীরিক্ষায় সংগ্রাম তাপে,
আমাদের আকাঙ্ক্ষার সংসার- সংহার ও সংযম চাপে।
বিসর্জন বা খুঁড়ে পাওয়া চেহারার অংশ;
বা সময়ের ক্ষয়ে খুলে খুলে যাওয়া মাথার খুলি-
বড্ড বীভৎস!
এসব ভাবনা আপাতত ঝুলিতেই রাখি তুলি।।
২৭শে ডিসেম্বর ২০২৩
নতুন বছরের আগাম শুভেচ্ছা, শুভ হোক ২০২৪।