মানুষ যে বাঁচতে চায়;
শ্রম নাও- মজুরি দাও।
স্বেচ্ছায় বা গরীবের নাদান ইচ্ছায় শিকলের দাস আমি,
কারখানার দাস- জানমান নিরাপদ নয়।
কি বৈরুত কি রূপগঞ্জ কি নিমতলী-
মুহূর্তেই অংগার; নাই প্রতিবোধ নাই।
প্রতিবাদ নাই, পন্যের দাম কৌশলে যে আরো কমে চাই।
শিল্প সে বাঁচতে চায়,
জ্বল জ্বল করে মহাজন - কোথায় প্রাণ অফুরান,
বিশ্ব নিংড়ে নির্ভেজাল জল চায়।
প্রতিযোগী বায়ু,
গরমে গরমে উবে যায় জল।
চালান বাঁচাতে আয়ু- কাড়ে জল,
চিপ'এ আছে বল- তেষ্টা মেটাবে তামাটে যোগাযোগ।
চিপে চিপকানি, প্রতিবোধ নাই; পন্যের দাম আরো কমে চাই!
নড়াইল, ১৬ই আগস্ট ২০২১
পটভূমি: চিপ- মাইক্রো চিপ্স। পোশাক শিল্পের পর প্রকৌশল শ্রম নির্ভর মাইক্রো চিপ্স ডিজাইন ও জল নির্ভর উৎপাদন পরবর্তী সম্ভাবনাময় খাত। এবং পশ্চিমা বড় লগ্নি ও কার্যক্রমের সম্ভাবনা।