এবড়োখেবড়ো ক্ষেত- মাটিরই ঢেলা।
বলদ আন- মই দিয়ে টান
মাঠ করি সমান, চাষ দেবো মেলা।
চোখ জুড়ানো মসৃন তল,
সব গিট এখন সমান পিঠ।
দারুণ কাজের ও-ই রাঁদা!
কাঠের কাজে নম্বর তুলি সোজা।
আর ছিলো শেখার যেমন-
মেঝেতে নজর কাড়া মসৃন কোট।
পিছলা খেয়ে বুঝেছি -
চরণ তলে চাই যে কিছু বাঁধা!
বোঁটার বোঁট পায়ে ঠেলা
তাতেই যে হাঁটতে সোজা।
স্মৃতিতে তবু রাঁদা সরাবো গিঁটের বাঁধা।
২৬শে মে ২০২৩